মনের মধ্যে ভাবনাগুলো ভাবতে থাকে আপন মনে, হঠাৎ যখন খেয়াল করি, মনকে আমার প্রশ্ন করি, ও মন তুমি ভাবছো কিছু? মনটা তখন মুচকি হাসে। আমায় ছাড়া আমার মনে, ভাবনাগুলো কেমনে আসে? মাঝে মাঝে আনমনা হই, মনটা তখন কোথায় থাকে? তখন কি সে ভাবতে পারে? আমার মনটা আমি চালাই, আমায় ছাড়া কেমন করে, মনটা এতো ভাবতে পারে? ভাবতে যদি না-ই পারে, এমন খেয়াল কেন আসে? আমার মনে ভাবনা আছে। ওরে আমার প্রিয় মন, তোমার কাছে মিনতি করি। অজানা সেই ভাবনাগুলো দয়া আর ভেবো না তুমি, আমায় ছাড়া আমার মন অজানা কিছু ভেবেছিল সেই কথাটা ভাবতে আমার ভীষণ ভীষণ কষ্ট লাগে।