‘নারী সাহাবি’ শব্দ দুটো শুনলে আমাদের মানসপটে ভেসে ওঠে একধরনের চিত্র। নবিজির জীবনে, মদিনার সমাজে তাঁদের ভূমিকা মনে হয় গৌণ। সমাজে তাঁদের কোনো ভূমিকার কথা আলোচনা হলে আমরা ধরে নিই সেটা পরোক্ষ ভূমিকা। নবিজির যুগে নারীরা নানামুখী ব্যক্তিগত ও সামাজিক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। বইটি পাঠে এই বিষয়টি পাঠক উপলব্ধি করতে পারবেন। নবিজির যুগে নারী-সংক্রান্ত পূর্ব-অনুমান পাঠকের মধ্যে থাকলে সেটা ভাঙতে বা সেই ধারণার সমর্থনে বইটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।