তারপর একদিন মনে হলো পৃথিবীটা আমাদের নয়, অথবা একেবারেই অনুপযুক্ত; বসবাস থেকে সহবাস, কোনোটাই বৈধ নয় এখানে। একটা অবৈধ জন্মের পাপ মোচন করতে করতে মৃত্যুকে ডেকে নেওয়ার অপেক্ষা ছাড়া আর কিছুই নেই আমাদের!
এরপর যদি জন্ম নিই, তবে শর্ত বেঁধে দেবো স্রষ্টাকে; বলবো, প্রেমই আমার ধর্ম, চুমু আমার চিকিৎসা, আর আলিঙ্গন আমার একমাত্র আরাধ্য!
বলবো তোমার জন্য আমি প্রার্থনা করবো না, ক্ষমাও চাইবো না; কারণ আমার কোনো পাপ নেই। পাখিদের পৃথিবীতে যেমন, সেরকম আমিও তোমাকে ডাকবো সুরের মূর্ছনায়; গাইবো, হাসবো, উড়বো! আর হঠাৎ যদি পেয়ে যাই তোমাকে, চুমুর শিকার হবে তুমিও!