যে আসে যে যায়

৳ 200.00

লেখক জ্যোতিপ্রকাশ দত্ত
প্রকাশক নবযুগ প্রকাশনী
আইএসবিএন
(ISBN)
9789848858172
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

ফ্ল্যাপে লিখা কথা
দূরদেশে পাড়ি দেবার ক্ষণে ফেলে-যাওয়া দৃশ্যাবলি, ফেব্রুয়ারির সঞ্জীবনী ভোর, পদ্মার পাড়, চেনা শহরের অনুষঙ্গ, বিষন্ন সন্ধ্যার সবকিছুতে স্মৃতির ধূসরিমা। তবু সব জেগে থাকে, মহাসমুদ্রের ওপারে আলোকমালাশোভিত আকাশছোঁয়া নগরের কোলাহলময় নির্জতায়। স্বদেশ-দূরদেশের মনোভৌগলিক সীমানা একাকার হয়ে যায়। স্মৃতিময় জগৎ,স্বদেশ,মৃত্তিকা, ফাগুনে তার আমের বনে পাগল করা ঘ্রাণ, অঘ্রাণের ভরা ক্ষেতে দেখা মধুর হাসি হাতছানি দেয়।

আবার ঘরে ফিরলেও মাঝে মাঝেই কোন এক অশুভের পদপাত বলে দেয়, তুমি পরবাসী নিজ বাসভূতেও । এই জটিল, রোরুদ্যমান , প্রায়-উত্তরহীন মানবিক সংকটকে অনুচ্চ স্বরে, সংবেদী দ্যোতনায় ধারণ করতে চেষ্টা করেছেন জ্যোতিপ্রকাশ দত্ত না – কবিতা না-গল্প এই গ্রন্থের ক্ষুত্র পরিসরে। সুনিপুন ভঙ্গি, অন্তরঙ্গ সংলাপ, শিল্পের প্রতীকী ব্যঞ্জনা ও সংযম এই আত্নকথনসমূহের প্রধান বৈশিষ্ট্য।
তাঁর লেখা আমাদের কাঁদায়, ভাবায়, গৃহমুখী করে।

এদেশের সাহিত্যে ষাটের দশক নিয়ে যে-কোনাে বিবেচনার ক্ষেত্রেই অনিবার্যভাবে যাদের নাম উঠে আসবে, জ্যোতিপ্রকাশ দত্ত তাঁদের অন্যতম। অন্যতমই শুধু নয়, ব্যতিক্রমীও। সমগ্র বাংলা সাহিত্যের বিচারেই। জ্যোতিপ্রকাশ দত্ত-র জন্ম ১৯৩৯ সালে কুষ্টিয়ার আমলাবাড়িতে, মাতুলালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর সাংবাদিকতা বিভাগ থেকে ডিপ্লোমাও অর্জন করেন। ১৯৬৯-এ উচ্চশিক্ষার্থে চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সেখানেই গণযােগাযােগে এমএস ও সাংবাদিকতায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরু ঢাকায়, বাংলা একাডেমিতে। সেখান থেকে যান বাংলাদেশ অবজারভার-এ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও জনসংযােগ/ সম্পাদনার পেশায় কেটেছে দীর্ঘকাল। শেষের আট বছর বিশ্ববিখ্যাত প্রকাশক জন ওয়াইলি অ্যান্ড সন্স পাবলিশার্স-এ। আটাশ বছর বিদেশবাসের পর দেশে ফিরে বাংলাদেশের অন্যতম বৃহৎ এনজিও প্রশিকা'-র তথ্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যােগাযােগ ও তথ্যপ্রযুক্তি বিভাগেও খণ্ডকালীন প্রফেসর ছিলেন, একইসঙ্গে।। বাংলা ছােটগল্পে অবদানের জন্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন তিনি সাহিত্যসাধনার প্রথম জীবনেই প্রায় (১৯৭১)। ভাষা ও সাহিত্যে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক পেলেন ২০১৬ সালে ।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ