ফ্ল্যাপে লিখা কথা
শান্দার মানতা, মাল মানতা ও বাজিকর মানতা এই তিন সম্প্রদায়ের যাযাবর মানুষকেই সকলে ‘বেদে’ জনগোষ্ঠী নামে চেনে। সাপ ধরা, সাপ খেলা দেকানো, সাপ বিক্রি করা, সাপের বিষ নামানো, টোটকা চিকিৎসা, শানা তৈরি-এরকম হরেক রকম জীবকা ধারণ করলেও আমরা তাঁদের জীবনযাত্রার অনেক খবরই রাখি না। তাঁদের অন্দরমহলের খবর অনুসন্ধান করেছেন গবেষক রঞ্জনা বিশ্বাস। মূলত সাভার অঞ্চলের বেদে জনগোষ্ঠীর জীবনযাত্রা থেকে তথ্য আহরণ করা হলেও বাংলাদেশের বেদে সম্প্রদায়ের জীবনের অনেক চিত্রই এখানে পাওয়া যাবে। এটি তেমন কোনো প্রণালীবদ্ধ গবেষণা না হলেও নিবিড় ক্ষেত্রানুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্যের খাঁদ নেই, কোনো গোঁজামিল নেই। তাই এটি হতে পারে গবেষকের স্বনির্মিত অনুসন্ধান-পদ্ধতির আদর্শ ফসল।
ড. তপন বাগচী
উপপরিচালক
বাংলা একাডেমী,ঢাকা