“পাণ্ডব গোয়েন্দা ১৩” বই এর ফ্ল্যাপের লেখা
মাদারির খেলা দেখিয়ে দিন কাটত গরিব ভানুদাসের। একটা ছাগল, একটা কুকুর আর একটা বানর—এই নিয়েই সে থাকত তার একেবারে একলার সংসারে । চারাবাগানের বস্তিতে । বউ আর ছেলেমেয়ে থাকে মধ্যপ্রদেশে, বস্তার জেলার এক প্ৰত্যন্ত গ্রামে । মাস গেলে ভানুদাস টাকা পাঠায় তার সংসারে । সেই টাকায় তাদের চলে । দুঃখী, তবু বড়ই দয়ালু ছিল ভানুদাস মানুষটা । ছোট্ট ছেলেপুলেদের সে বিশেষ স্নেহের চোখে দেখত। আদর করে তাদের ডেকে এনে খাওয়াত নিজের বস্তির বাড়িটাতে । এহেন নিরীহ ভানুদাসকেই ছেলেধরা বদনাম দিয়ে পিটিয়ে মেরে ফেলল কিছু মাস্তান । কেন মারল তারা ? কী লাভ হল তাদের ? এটা কি তাৎক্ষণিক কোনও ঘটনা, নাকি এর পিছনে রয়েছে বড় কোনও চক্রান্তকারী ? পাণ্ডবগোয়েন্দাবাহিনীর এই ত্রয়োদশ অভিযানের কাহিনী যেমন উত্তেজনা-ভরপুর, তেমনই দুঃসাহসিক । চারাবাগানের বস্তি থেকে মধ্যপ্রদেশের বস্তার পর্যন্ত ছড়ানো এবারের এই রোমাঞ্চকর অভিযান ।