“দশটি উপন্যাস” বইয়ের ফ্ল্যাপের লেখা:
অনেকেই লেখেন, কিন্তু পাঠকপ্রিয় হয়ে থাকার পাশাপাশি লেখকদের লেখক হয়ে ওঠার দুর্লভ সৌভাগ্য অর্জন করেন মাত্রই দু-চারজন। সুবােধ ঘােষ ছিলেন এমনই বিরল গােত্রের এক সাহিত্যিক। পাঠকহৃদয়ে তাঁর আসন প্রথমাবধি, লেখককুলেরও তিনি চিরকালীন প্রেরণা। যেমন ছােটগল্পে, উপন্যাসেও তেমনই, বহু স্মরণীয় চরিত্রের স্রষ্টা সুবােধ। ঘােষ বিষয়ের বৈচিত্র্যে বিস্ময়কর, ভাষার ঐশ্বর্যে দীপ্যমান। এহেন সুবােধ ঘােষেরই দশ-দশটি বৈচিত্র্যময় উপন্যাস নিয়ে এই সংকলন। এ-সংগ্রহে রয়েছে বহু-আলােচিত ‘জিয়া ভরলি’—ভারত-চীন সীমান্ত-সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নেফা ও আসাম অঞ্চল পরিভ্রমণের সূত্রে লব্ধ অভিজ্ঞতার ভিত্তিতে। যে-উপন্যাস রচনা করেছিলেন তিনি। রয়েছে বহুবন্দিত সেই ‘সুজাতা’যা আলাদাভাবে চলচ্চিত্রায়িত হয়েছে হিন্দি এবং বাংলাতে, মঞ্চে-বেতারে বারবার হয়েছে অভিনীত, সর্বভারতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রে যে-উপন্যাস তাঁকে এনে দিয়েছিল ‘শ্রেষ্ঠ কাহিনীকার’-এর সম্মান রয়েছে। তাঁর শেষ উপন্যাস কালকেতু’ এবং ‘বসন্ত তিলক, ‘কান্তিধারা’, ‘রূপসাগর’, ‘বণালী’, ‘বন্ধু গােলাপ’, ‘দুই গন্ধর্ব ও ‘এসাে পথিক’ নামের আরও সাতটি উপন্যাস।