“আরবি পুঁথি রহস্য” বইয়ের ফ্ল্যাপের লেখা:
লক্ষৌয়ের নবাব-পরিবারের বংশধর ডাক্তার ইউনুস আলি। তাঁদের পারিবারিক সম্পদ এক সুপ্রাচীন আরবি পুথি সযত্নে রক্ষিত আছে। কিন্তু কিছুদিন হল সেই পুথি নিয়ে কেউ টানাটানি করছে! পুথির মধ্যে পাওয়া গেল এক অদ্ভুত পিকচার পােস্টকার্ড! কে পাঠাল ? কে রাখল?… বিপত্নীক বিজ্ঞানী ড. অজিত পালচৌধুরীকে পাওয়া গেল তার বেলেঘাটার ফ্ল্যাটে মৃত। মৃত্যুর আগে তিনি প্রবল যন্ত্রণা পেয়েছেন। পােস্টমর্টেম জানাল, সেরিব্রাল অ্যাটাক। মেয়ে বলল, না, খুন! বাবা যুগান্তকারী গবেষণা করছিলেন। জগুমামা-টুকলুর এই বইয়ে দুটি রহস্য উপন্যাস। একটির পটভূমি ইতিহাসের শহরেলক্ষ্ণৌ। অন্যটির হিমালয়ের কোলে পাহাড়-জঙ্গলের সিকিম। সঙ্গে মিশেছে রহস্য-রােমাঞ্চে শিহরিত বিজ্ঞান। শুরু করলে শেষ করতেই হবে।