বিজ্ঞাপন সেকশন থেকে একটা খাম আর একটা চিরকুট পাঠানাে হলাে। চিরকুটে লেখা বাণিজ্যিক স্বার্থে নিউজটা ছাপানাের জন্য অনুরােধ করা হলাে। লেখার নিচে জিএম মার্কেটিংয়ের সিগনেচার। তার পাশে সম্পাদকের। তারমানে নিউজটা অবশ্যই ছাপাতে হবে। বিজ্ঞাপন সেকশন থেকে এ রকম চিঠি মাঝে মাঝেই আসে। এতে উঠতি মেয়ে মডেলের ছবি ছাপানাের অনুরােধ থাকে। পরিষ্কার বােঝা যায়, এরা বড় কোম্পানির বিশেষ ধরনের আশীর্বাদপুষ্ট মডেল। এই সুপারিশেও তার ব্যতিক্রম থাকবে না। বিরক্ত মুখে চিরকুট রেখে খাম থেকে নিউজ বের করলাম। খাম খুলে অবাক।