কবির নাম শুনলেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, রোদেলা নীলা নীলাভ রোদের বাসিন্দা কি-না । প্রশ্ন যাই উঠুক, বাংলা ব্লগের জগতে তার পরিচয় রোদেলা নীলা-ই। কাব্যিক এই লেখক নামের আড়াল থেকে তিনি লেখেন মধুর সব কবিতা। শুধু মধুর বললেও ভুল হবে। বলতে হবে- আমাদের দৈনন্দিনতার ভেতরে, প্রতিদিনের যাপিত জীবনের পরতে পরতে লুকিয়ে থাকা সৌন্দর্যকে কবিতা করে তোলেন তিনি । অথবা কখনো হয়তো বিষয়গুলোকে কবিতা করে তোলারও দরকার পড়ে না । আপনা আপনি একটা সুন্দর দৃশ্য, একটা সুন্দর সম্পর্ক, কথা, বাক্য, শব্দ কবিতা হয়ে ওঠে। কী-বোর্ডে নৃত্যলহরী ওঠে, ছাপা হয়ে যায় ব্লগে। জনপ্রিয় হয়ে ওঠে মুহূর্তেই। ব্লগের সেই জীবন্ত কবিতাগুলো বইয়ের পাতায় এলো এবার। এ বইয়ে জীবন ও কবিতা মাখামাখি হয়ে আছে। তাকিয়ে দেখে মুগ্ধ হবার এমন ক্ষমতা নিশ্চয়ই . পাঠককে নতুন করে ভাবাবে। নতুন প্রেমে উদ্বেল করে তুলবে। রোদেলা নীলার লেখা বইয়ের নাম ফাগুনঝরা রোদ্দুর। নীলাভ রোদের এক বাসিন্দার চোখে ফাগুনের তীক্ষ্ণতা কেমন, কোমল না কঠোর, কে জানে । তবে হ্যাঁ, জানতে হলে পড়তে হবে এ বইয়ে সংকলিত কবিতাগুলো ।
মাহবুব মোর্শেদ