“পেশোয়ার থেকে তাসখন্দ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
আমরা উড়ে চলেছি সেই পথের উপর দিয়ে অনাদিকাল থেকে যে পথ স্পন্দিত হয়েছে সভ্যতার আনাগােনায়, বৌদ্ধ শ্ৰমণ শ্ৰমণার মন্ত্রগুঞ্জনের, তদবীরের উল্লাস ধ্বনিতে। ককেসাসের পাদপীঠ থেকে সভ্যতার প্রথম মানুষ যে পথ ধরে নেমে এসেছে, ছড়িয়ে পড়েছে মধ্যে এশিয়ায় পামীরের মালভূমিতে, হিন্দুকুশের দুর্গম গুহা পথে, হিমালয় ডিঙ্গিয়ে মিলিত হয়েছে হরপ্পা-মােহেনজোদাড়াের উত্তরাধিকারীদের সাথে। এ পথ কালের সাক্ষী। এ পথ ইতিহাসের নাট্যমঞ্চ।