মানুষের জীবন এক আশ্চর্য জাদুকরের জাদু ছাড়া আর কিছুই নয়। সে জীবনে আছে প্রেম, কাম, ক্রোধ ভালােবাসা, ঘৃণা, দৈব ইশারা, বিশ্বাস অবিশ্বাস আর মুগ্ধ হয়ে যাওয়ার মতাে অবাক করা মুহূর্ত। সেই জীবন কচ্ছপের গতির মতাে চলতে চলতে হঠাৎ করে কার ইশারায় মুক্ত বিহঙ্গ হয়ে আকাশে উড়াল দেয় কে বলতে পারবে? জীবনের সব জটিল আর কুটিল বাঁকে বাঁকে অপেক্ষা করে বিদ্যুতের ঝিলিকের মতাে কাব্যময় মুহূর্ত। যেই মুহূর্তগুলাে হয়ে ওঠে কবি আর শিল্পীর তুলির ছোঁয়ায় কবিতা কিংবা গল্প অথবা জগভুলানাে কোনাে পােট্রেট। ফুলবানু ও অন্যান্য গল্প মানবজীবনের সেই খণ্ড চিত্রকলার এক সংকলন। সবকিছু ছাপিয়ে সেই দুর্লভ জীবনই হয়ে উঠেছে গ্রন্থের নায়ক কিংবা নায়িকা।