‘এক, দুই, তিন…’ বইয়ের ভূমিকা:
হাসিখুশি পশুপাখির শাবকেরা শৈশব কাটায় প্রকৃতির মাঝে, আনন্দে। কতকিছু শেখে তারা। ভালুকছানা শিখে নেয় মৌচাক ভাঙতে। ঝিঁঝিঁ পোকা, কাঁচপোকা, গঙ্গাফড়িংরা শিখে নেয় নানারকম গানবাজনা। ব্যাঙের বাচ্চা, পাখির ছানা খায় বুনোজাম আর ফুলে জমা শিশির। ভীতু খরগোশছানারা সবকিছুতেই বড্ড ভয় পায়। হাঁসছানারা সাঁতার কাটে, মুরগিছানারা কেঁচো ধরে। হরিণছানা, ছাগলছানারা নাচতে শেখে। তারা খুবই আনন্দিত কারণ তারা খেলতে খেলতে শেখে।
হাসিখুশি পশুপাখির শাবকদের নিয়ে ছড়ার বই। রুশ শিশুরা এই বইটি হাতে পায় একেবারে ছোটবেলায়। তারা ভালোবাসতে শেখে অন্য পশুপাখিদের শৈশবকে। বাংলা ভাষাভাষী শিশুদের জন্য মূল রুশ থেকে অনুবাদ করেছেন ননী ভৌমিক। ছবিগুলোও বেশ হাসিখুশি।