“জননেত্রী শেখ হাসিনার ১০০ নির্বাচিত ভাষণ ১ম খণ্ড (১৯৮১-২০১৮)” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
জননেত্রী শেখ হাসিনার গত ৩৭ বছরের উল্লেখযােগ্য এবং গুরুত্বপূর্ণ ১০০টি ভাষণ সংকলনের উদ্যোগ নিয়েছি। আমরা যেমন এই ৩৭ বছরের রাজনৈতিক মােড় বা বাঁক পরিবর্তনের সময়কে ধরতে চেয়েছি, তেমনি গুরুত্বপূর্ণ ইস্যুগুলােতে তার দিক-নির্দেশনামূলক বক্তব্য সংবলিত ভাষণগুলােকে চিহ্নিত করতে চেষ্টা করেছি। দ্বিতীয়ত; তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে দেওয়া তার নীতি-নির্ধারণী গুরুত্বপূর্ণ ভাষণসমূহ সংকলনের অন্তর্ভুক্ত করেছি। আওয়ামী লীগের প্রতিটি কাউন্সিলে তার নীতি-নির্ধারণী ভাষণ, সাংগঠনিক বিষয়ে পথনির্দেশসমূহও আমরা তুলে ধরার প্রতি নজর রেখেছি। বিষয়-বৈচিত্র্যের প্রতিও আমাদের নজর ছিল। শিল্পসাহিত্য, ভাষা-সংস্কৃতি, ক্রীড়া, অর্থনীতি, উন্নয়ন, নারীর অবস্থান, ধর্ম ও ধর্মনিরপেতার আন্তঃসম্পর্ক, গণমাধ্যমের ভূমিকা, সাংবিধানিক বিতর্ক এবং বিশ্বশান্তি, জাতিসমূহের উন্নয়ন, আন্তর্জাতিক সংস্থাগুলাের ভূমিকা ইত্যাকার বহু বিষয়ে শেখ হাসিনার চিন্তাধারা ও তার বক্তব্য সংবলিত ভাষণসমূহ আমরা চয়ন করেছি।
শেখ হাসিনার চিন্তাধারা, কাজ ও অবদানকে যাতে সামগ্রিকভাবে বােঝা যায় সে রকম একটা বিবেচনাবােধ থেকেই আমরা এই ১০০ ভাষণ নির্বাচন ও সংকলিত করেছি।