বাঙালির হাজার বছরের জীবন-জীবিকা, কৃষ্টি ও সংস্কৃতি কৃষিনির্ভর। কৃষিকে কেন্দ্র করেই বাঙালির মানসপট গঠিত। সময়ের বিবর্তনে। পৃথিবীতে মানুষ যেমন বাড়ছে, বাড়ছে খাদ্যচাহিদা। পরিবেশ প্রকৃতি এই খাদ্যচাহিদার অনুকূলে থাকছে না। জলবায়ুর পরিবর্তন বর্তমান সময়ের জন্য সবচেয়ে বড়াে উদ্বেগের বিষয়। অন্যদিকে বিশ্বায়নের প্রভাবে মানুষের জীবন সংস্কৃতিতে নেগেছে নানামুখী উন্নয়ন। স্বপ্নের ছোঁয়া। এই পথ ধরেই এসেছে বাণিজ্যিক কৃষি। দেখা গেছে শত শত বছরের কৃষিজীবী পরিবারগুলাে শ্রমিক ব্যয়ের আধিক্য, নগরমুখী। স্বপ্ন ও বাণিজ্যিক লাভের চিন্তায় কৃষি থেকে সরে যাচ্ছেন। অন্যদিকে নগরের বড়াে বড়াে ব্যবসায়ীরা লাভজনক ক্ষেত্র হিসেবে বিনিয়ােগ করছেন কৃষিতে। নতুন বিনিয়ােগকারীদের কাছে অল্প জায়গায় বেশি ফসল ফলানাে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সারাবছর চাহিদামাফিক ফসল ফলানাে, বিষমুক্ত ফল-ফসল উৎপাদনসহ অনেক বিষয় সামনে এনে কৃষিকে শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছেন। এটি নতুন যুগের কৃষি বিবর্তনেরই একটি অংশ। ইতিবাচক দিক যেমন রয়েছে, রয়েছে কিছু সংশয়ের দিকও। সেই জায়গায় এসে দখল করবে যন্ত্র ও প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ও নিয়ন্ত্রিত এক কৃষিব্যবস্থা, যেখানে কৃষিও হয়ে উঠবে কর্পোরেট। এই বিষয়গুলােরই বাস্তব কিছু অভিজ্ঞতা নিজের কাজের অংশ হিসেবে তুলে ধরেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এই বইটিই পারে আমাদের উৎপাদন সেক্টরের হালনাগাদ চিত্র দেখাতে।