লেখক
সফিক জামান

সফিক জামান

শেয়ার করুন

সফিক জামান সফিক জামানের পৈতৃক নিবাস বরিশাল। বাবার চাকরির সুবাদে তার শৈশব, কৈশাের কেটেছে দেশের বিভিন্ন অঞ্চলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে ত্রয়ােদশ বিসিএস প্রশাসন ক্যাডারে ম্যাজিস্ট্রেট হিসেবে পাবনায় কর্মজীবন শুরু করেন। দিনাজপুর, নাটোর, শরীয়তপুর, সিলেট, বরগুনা জেলায় মাঠপর্যায়ে কাজ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ে সরকারের অতিরিক্ত সচিব পদে আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের উইং প্রধান হিসেবে কর্মরত। জাপানের কিউসু বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তিনি এশিয়া, আমেরিকা, ইউরােপ, অস্ট্রেলিয়াসহ আফ্রিকার বহু দেশ ভ্রমণ করেছেন। সাহিত্যচর্চা, খেলাধুলার পাশাপাশি তিনি একজন সফল সংগঠক। তিনি বন্ধুবৎসল, সদা হাস্যোজ্জ্বল একজন। প্রকৃতিপ্রেমিক। ব্যক্তিগত জীবনে তার এক পুত্রসন্তান জুবায়ের আজমাইন বিস্ময় এবং সহধর্মিণী জাহেদা পারভীন বাংলাদেশ সরকারের যুগ্মসচিব হিসেবে কর্মরত। তার প্রথম কাব্যগ্রন্থ ‘ছায়াহীন ছন্দলােকে’ এবং ‘মাসাইমারা ওয়াইল্ড সাফারি’ তার প্রথম ভ্রমণকাহিনি ।।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান