লেখক
শামীমা নাইস

শামীমা নাইস

শেয়ার করুন

কবি শামীমা নাইসের কবিতার উপজীব্য মানুষ, প্রেম ও প্রকৃতি। তিনি কৈশোর কাল থেকে কবিতা চর্চা শুরু করেছেন। কবিতায় তার আজন্ম বসবাস। কবিতা লেখার পাশাপাশি তিনি কবিতা আবৃত্তিও করেন। নিমগ্ন প্রার্থনায় তুমি কবি শামীমা নাইসের প্রথম কাব্যগ্রন্থ। পেশাগত জীবনে তিনি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা। তাঁর মা আনোয়ারা বেগম শিক্ষকতা করতেন, বাবা নুরুল হুদা ছিলেন সরকারি কর্মকর্তা। জীবনসঙ্গী লিটন সরকার, দুই ছেলে অর্ণব ও অরন্যকে নিয়ে কবি শামীমা নাইসের সুখের সংসার। তিনি ১৯ জানুয়ারি রাজশাহীতে জন্মগ্রহণ করেছেন।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান