লেখক

শাফি সমুদ্র

শেয়ার করুন

শাফি সমুদ্র। সক্রিয় ছোটকাগজের লেখক। জন্ম ০৮নভেম্বর ১৯৮১ যশোর জেলার মণিরামপুর উপজেলায়। প্রকাশিত গ্রন্থঃ ঘুমের ঘুঙুর (কবিতা,২০১৫), আদিম ঘুমের ইতিহাস (কবিতা,২০১৮), মর্গে উপাসনা (কবিতা, ২০১৯)। প্রতিষ্ঠানবিরোধী ছোটকাগজ ‘দ্রষ্টব্য’, ‘করাতকল’, ‘প্রতিশিল্প’, ‘শাব্দিক’ এ নিয়মিত লেখালেখির সাথে সংযুক্ত। প্রতিষ্ঠানবিরোধী আন্দোলনের একজন সক্রিয়যোদ্ধা হিসাবে সক্রিয় রয়েছেন।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান