লেখক
এস আর এফ খান

এস আর এফ খান

শেয়ার করুন

এস আর এফ খান। আমি একজন গল্পের মানুষ। মুখে বলা বা চিন্তা ভাবনার গল্প থেকে বেড়িয়ে এসে কখনাে আমি ছােট্ট একটি কবিতায় চলে আসি। নানান দৃশ্যে হাঁটাহাঁটি ঘােরাফেরা চলাচলের মুহূর্তে সুর নিয়ে খেলে বেড়াই। কখনাে সেটা। গানে পরিণত হয়। গেয়ে ওঠা হয়। যখন এসব কিছু হয় না, তখন একটা ক্যামেরা হাতে পৃথিবীর অলিতে। গলিতে ছুটে যাওয়া হয়, বসে থাকা হয়। আর অবসর। পেলে মনের সবকিছু মিলিয়ে একটা ক্যানভাসে যাচ্ছেতTই কিছু আঁকা হয়। এসব কিছুর মধ্যে দিয়ে হয়ে যায় গান লেখা বা কবিতা। আর দেখতে দেখতে এপার-ওপার দুই বাংলাতে অনেকগুলাে বইও ছাপা হয়ে গেছে । আরও হাজার লেখা মনে বা কাগজে আগেও পড়েছিলাে, এখনাে পড়ে আছে। সেগুলাে নিয়ে আগামীতে কাজ করবার ইচ্ছে আছে। আপাতত এই আমার পরিচয়।।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান