লেখক
অভীক রায়

অভীক রায়

শেয়ার করুন

অভীক রায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তড়িৎ কৌশল বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে টেক্সাস বিশ্ববিদ্যালয়, অস্টিনে পদার্থবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাথে যুক্ত আছেন ২০০৮ সাল থেকে, সেখানে একাডেমিক সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত। পূর্বে প্রকাশিত গ্রন্থ: ম্যাথােস্কোপ (২০১০), সংখ্যার সাতকাহন (২০১৪)। এছাড়াও সহলেখক হিসেবে লিখেছেন জ্যামিতির দ্বিতীয় পাঠ, গণিতের রাজ্যে পাই, বিডিএমও প্রস্তুতি।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান