লেখক
মোহাম্মদ সাদিক

মোহাম্মদ সাদিক

শেয়ার করুন

মােহাম্মদ সাদিকের জন্ম ১৯৫৫ সালে, সুনামগঞ্জের ধারারগাঁয়ে। আশির দশকের বিশিষ্ট এ কবির এযাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা আটটি। এছাড়া নাইজেরিয়ার খ্যাতিমান লেখক। চিনুয়া এচিবি-র উপন্যাস No Longer at Ease (১৯৬০)-এর বাংলা অনুবাদ “নেই আর নীলাকাশ” প্রকাশিত হয়েছে।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান