লেখক
মোবারক হোসেন (কবি)

মোবারক হোসেন (কবি)

শেয়ার করুন

কবি পরিচিতি ২০০১ সাল থেকে কবিতা ও গল্প লেখা শুরু। মাসিক আগমণ, দৈনিক আজকের বাংলাদেশ, জামালপুর বার্তাসহ আরও অনেক পত্রিকায় গল্প ও কবিতা প্রকাশিত হয়। প্রকাশিত বই সমূহ: কাব্যগ্রন্থ- আত্মপ্রকাশ, গল্পগ্রন্থপশুপাখির রূপকথা, ভূত কিন্তু অদ্ভুত। যৌথ কাব্যগ্রন্থ- কাব্যমঞ্জুষা, বৈশাখের চিতপদুংক্তি, মেঘকাব্য, কবিতাকানন, নিশিপদ্ম, কাব্যসমারম্ভ, কাব্য শতদল, সােনালী সবুজ, ভালােবাসার ১০০ রঙ, বিজয়ের উল্লাস, একুশ আমার অহংকার, শতফুল, হারানাে সুখ, বেদনার নীল ঢেউ এবং বিজয়। যৌথ গল্পগ্রন্থ রক্তপদ্ম। এছাড়াও ইউটিউবে রয়েছে অসংখ্য আবৃতি ও গান।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান