এম আই কে রাশিদুল ইসলাম রাশেদ জন্ম: ১৪ এপ্রিল, ১৯৮১ পৈতৃক নিবাস: সৈয়দপাড়া, মুক্তাগাছা, ময়মনসিংহ। পিতা: মােহাম্মদ আব্দুল খালেক মাতা: মােছাম্মৎ রুদাবা খাতুন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে বি.এ (অনার্স) এবং ২০০৫ সালে এম.এ (মাস্টার্স) ডিগ্রী সম্পন্ন করেন। প্রথম কাব্যগ্রন্থ-কবিতা, দ্বিতীয় কাব্যগ্রন্থ-প্রেমকাব্য, তৃতীয় কাব্যগ্রন্থ-জীবনকাব্য।