লেখক
কাজী ইমদাদ

কাজী ইমদাদ

শেয়ার করুন

জন্ম ১৫ ডিসেম্বর ১৯৫৯, নেত্রকোনার মােহনগঞ্জে প্রত্যন্ত হাওর এলাকায় নিজ গ্রাম জালালপুরে। স্কুল-কলেজে পড়েছেন কামালপুর, শ্যামপুর, মােহনগঞ্জ, চট্টগ্রাম ও মুন্সীগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠক। প্রথম শ্রেণিতে অর্নাসসহ মাস্টার্সে প্রথম। শ্রেণিতে প্রথম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে পরপর দু’বার সাহিত্য-সংস্কৃতিতে একক চ্যাম্পিয়ন। জাতীয় টিভি বিতর্কে পরপর তিন বছর শহীদুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব। ‘৬৯-এর গণ-অভ্যুত্থানের প্রাক্কালে মাত্র ৯ বছর বয়সে শিক্ষক পিতার হাত ধরে ছাত্ৰজনসভা ও বিক্ষোভ মিছিলে যােগদান। মুক্তিযুদ্ধের সময়। কেটেছে হাওর এলাকার স্বাধীনতাকামী সদা-সতর্ক গ্রামবাসী ও যুদ্ধরত গেরিলাদের একান্ত সান্নিধ্যে। গণবিরােধী শিক্ষানীতির বিরুদ্ধে ১৯৮৩’র মধ্যফেব্রুয়ারিতে ঐতিহাসিক ছাত্র আন্দোলনে মহসীন হল থেকে গ্রেফতার ও অমানুষিক নির্যাতনভােগ। সূর্যসিঁড়ি সাহিত্য গােষ্ঠীর প্রতিষ্ঠাতা সম্পাদক। সম্পাদিত পত্রিকা : ‘তমােনাশ। লেখালেখিতে বরাবর নিভৃতচারী।। বেশিরভাগ লেখাই গ্রন্থাকারে অসংবদ্ধ। কাব্যগ্রন্থ : এই নির্জনে এই পরবাসে (১৯৯০), ঘাস ফুল নদী (যৌথকাব্য ১৯৯০), প্রভু আমার পা কাঁপে না (১৯৯৬); পাঁজরে করাতকল (২০১০)। গবেষণাগ্রন্থ : কালাে টাকা (২০০২); নবতরু’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত উপন্যাস : একজন কিশােরের চোখ : ১৯৭১; সম্পাদিত গ্রন্থ : শিশুকিশাের কবিতার হাজার বছর (২০০০), নেত্রকোনা মুখশ্রী (২০০৫)। এছাড়াও সম্পাদনা করেছেন বহু সাময়িকী।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান