কামরুল হাসান সজীব স্বভাবগতভাবেই কবি। তার জন্ম, বেড়ে ওঠা— সবই মুন্সীগঞ্জ জেলা শহরে । প্রয়াত শাহজাহান দেওয়ান এবং হাজেরা বেগমের কনিষ্ঠ সন্তান তিনি । বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। পেশাগত জীবনের বাইরে লেখালেখিতে কিছুটা, আর বাকিটা সময় ব্যয় করেন শৈলমালায়। পর্বতারোহণ ব্যাপারটা তার জীবনে তুমুল একটা ছাপ ফেলে গেছে। ভালোবাসেন পথ হারিয়ে বনপাহাড়ে ঘুরে বেড়াতে, সেখানকার স্থানীয় অধিবাসীদের সাথে নিবিড়ভাবে মিশে যেতে। এছাড়া তার অন্যতম পছন্দনীয় কাজ, মানুষের গভীরে প্রবেশ করে তাদের জীবনদর্শন পাঠ করা।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান