ইবনে মফিজ পৌন্ড্র পিতৃদত্ত নাম আবুল হুসেন খান বিন মফিজ। জন্ম বগুড়া শহরে, বুধবার,। ১৪ই পৌষ ১৩৩৬, ডিসেম্বর ৩০ ১৯২৯। শিক্ষাগত যােগ্যতা: ঢাকা ইউনিভার্সিটির কমার্স। গ্রাজুয়েট (১৯৫৬ খ্রীঃ)। ব্যক্তিগত পেশায় ব্যাংকার, ব্যাংক কর্মকর্তা (ডেপুটি জেনারেল ম্যানেজার), সােনালী ব্যাংক। ১৯৯০ সালে কর্মস্থল থেকে অবসর গ্রহণ করেন। পেশার বাইরেও তিনি কোরআন ও ইতিহাস গবেষক। তাঁর গবেষণালব্ধ কিছু গ্রন্থ বাজারে চালু আছে।। বাস্তবতার কারণে বাস্তব ভিত্তিতে (বিল হাককে) মুসলিম সমাজ সংস্কারের তিনি পক্ষপাতি। তবে, বর্তমানে তার শরীরের বাম অর্ধাংশ পক্ষাঘাতে পঙ্গু। আমি তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান