লেখক
বিক্রম শেঠ

বিক্রম শেঠ

শেয়ার করুন

বিক্রম শেঠ জন্মগ্রহণ করেন ভারতের কলকাতা শহরে, ১৯৫২ সালে। লেখাপড়া করেন কর্পাস ক্রিস্টি কলেজ, অক্সফোর্ড, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও নানজিং ইউনিভার্সিটিতে। তিনি ব্যাপক ভ্রমণ করেন ব্রিটেন, ইউনাইটেড স্টেটস, ভারত ও চীনে । এসব দেশে বসবাসও করেন প্রচুর সময়। এখন থাকেন ব্রিটেনে। তার প্রথম উপন্যাস দ্য গােল্ডেন গেট (১৯৮৬) ক্যালিফোর্নিয়ার পটভূমিকায় লেখা । তবে এপিকধর্মী ভারতীয় জীবন নিয়ে রচিত এ সুইটেবল বয় (১৯৯৩) তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস। অ্যান ইকোয়াল মিউজিক (১৯৯৯) তার সর্বশেষ উপন্যাস। বিক্রম শেঠ মূলত কবি। তার প্রথম কবিতার বই ম্যাপিংস (১৯৮০)।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান