জন্ম নথি অনুযায়ী ১লা জানুয়ারি ১৯৫১। নতুন পাড়া, জলপাইগুড়ি। কিন্তু যতদূর জানা যায়, জন্ম এই ইংরেজি বছরের বাংলা সন অনুযায়ী ৫ই শ্রাবণ, শুক্রবার, সপ্তমী তিথি। পিতা গণেশচন্দ্র এবং মাতা সুনীতিবালা-এর জ্যৈষ্ঠ সন্তান। স্ত্রী কাকলি এবং দুই সন্তানÑ দৃশ্যমান ও দীপ্যমান। শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন প্রাথমিক, ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন এবং আনন্দচন্দ্র কলেজ; বিজ্ঞানে ¯œাতক। র্যাষ্ট্রায়াত্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন, বর্তমানে কর্মজীবন থেকে অবসর জীবন যাপন করছেন। প্রিয় পথ বিনাগুড়ি চা বাগান যাওয়ার রাস্তা। প্রিয় স্থান দমনপুর রেলঘুমটি। প্রিয় কবি জীবনানন্দ দাশ। পেয়েছেন ‘চারুচন্দ্র সান্যাল স্মৃতি স্মারক’ (১৯৯৮), ‘মল্লার পত্রিকা স্মারক’ (২০১৪), ও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ‘বিভা চট্টোপাধ্যায় স্মারক’ (২০১৮)।