লেখক

আতিয়া আদিবা

শেয়ার করুন

আতিয়া আদিবা। জন্ম ৭ আগস্ট, টাংগাইল সদর জেলায়। তিনি আইন বিভাগের ছাত্রী। লিখালিখির শুরুটা হয়েছিলো স্কুলের গণ্ডি পেরিয়ে। মফস্বল শহরের ঠিক মাঝে দাঁড়িয়ে থাকা বাড়িটির চিলেকোঠায় বসে সে বুনে যেতো অজস্র গল্প। সুখে দুঃখে মিলেমিশে একাকার হওয়া সেসব জীবনের গল্প! ‘মেঘের বিপরীতে’ লেখকের প্রথম প্রকাশিত বই। নিজের লিখালিখি সম্পর্কে তার অভিমত- লিখালিখির জগতে অনেক দূর এগিয়ে যেতে চাই। তরুণ প্রজন্মকে মানসম্মত গল্প উপহার দিতে নিজের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান