জন্মগ্রহণ করেন ১৪ মে, ১৯৭৩ সালে ফরিদপুরের আলফাডাঙ্গায়। শিক্ষাজীবন শেষে সাংবাদিকতাকে সার্বক্ষণিক পেশা হিসেবে নেওয়ায় রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবেই লম্বা সময় কাটান। দৈনিক বাংলাবাজার পত্রিকা ও সাপ্তাহিক ২০০০ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তারপর দৈনিক প্রথম আলোয় সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন টানা ১০ বছরের বেশি সময়। এছাড়া দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাকালীন উপ-সম্পাদক, দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক ও বাংলাভিশনের বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমস২৪ ডটকম এবং সাপ্তাহিক এই সময় এর সম্পাদক। সাংবাদিকতার পাশাপাশি তিনি তিনি নিউ ভিশন রিসোর্সেস লিমিটেড, নোভে কমিউনিকেশন্স লিমিটেড ও অরেঞ্জ কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মহাফেজখানায় লুকিয়ে রাখা দুষ্প্রাপ্য ‘একাত্তরের গোপন দলিল’ তুলে এনেছেন তিনি তার বইতে।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান