জন্ম ১৯৫৭, নন্দীগ্রাম, মেদিনীপুর। শিক্ষা : বাংলায় এম. এ., কলকাতা বিশ্ববিদ্যালয়। চারদশকের ওপর সাহিত্য সেবায় ব্রতী। কাব্যগ্রন্থের সংখ্যা ২২, গদ্যপুস্তকের সংখ্যা ২। এতাবৎকাল ফ্রীলান্স লেখা, সমাজসেবা ও পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত। ১৯৯৭ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কবিসম্মেলনে বাংলা ভাষার কবি হিসেবে অংশগ্রহণ। আমেরিকা থেকে ১৯৯৬ সালে প্রকাশিত হয়েছে একটি ইংরেজিতে অনূদিত কাব্যগ্রন্থ “Another Spring Darkness.”

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান