লেখক
আলীউর রাহমান

আলীউর রাহমান

শেয়ার করুন

আলীউর রহমান চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পােমরা রুশাইপাড়া গ্রামে ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন ।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে এমএসএস ও ঢাকা মহানগর ল কলেজ থেকে এলএলরি পাস করেন। পরবাস দিয়ে পেশাজীবন শুরু । দশবছর মধ্যপ্রাচ্যে অবস্থান করে দেশে ফিরে সাংবাদিকতাকে পেশায় যােগ দেন। ২০০১-২০০৩ পর্যন্ত প্রদায়ক প্রতিবেদক হিসেবে প্রথম আলােতে সাংবাদিকতা করেন। ২০০৪ সালে স্বাধীনতা উত্তর দেশে প্রথম প্রকাশিত ও প্রাচীন দৈনিক আজাদীতে স্টাফ রিপাের্টার হিসেবে যােগদান করেন । যক্ষ্মার উপর বিশেষ প্রতিবেদনের জন্য তিনি ২০১১ সালে ব্র্যাক পুরষ্কার লাভ করেন । তিনি মধ্যপ্রাচ্যের ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইউরােপের ডেনমার্ক, জার্মানি, হল্যান্ড, ইংল্যান্ড, সুইডেন ভ্রমণ করেন। সাংবাদিক হিসেবে ২০১০ সালে ডেনমার্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ১৫ এ যােগদান করেন । সংগঠক হিসেবে তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলাদেশ চেম্বার অফ এগ্রো কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আহবায়ক, বাংলাদেশ পরিবেশ ফোরাম এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমির চেয়ারম্যান ‘ হিসেবে দায়িত্বরত আছেন। লেখকের প্রকাশিত উপন্যাস অঙ্গিরা এবং অংশুমালীর প্রেম ।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান