আহমেদ আমিন চৌধুরী ১৯৫০ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান থানার নােয়াজিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ইতিহাস গবেষক (২০১১ সালে মরণােত্তর একুশে পদকপ্রাপ্ত) চট্টল তত্ত্ববিদ আব্দুল হক চৌধুরী তার পিতা ও মা জুবাইদা বানু চৌধুরী। ডিগ্রি। পাশ করে তিনি ১৯৭১ সালের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান পুলিশের সাব ইন্সপেক্টর ক্যাডেট হিসেবে পুলিশ একাডেমি সারদায় যােগদান করেন। সেখানে প্রশিক্ষণকালীন ২৫ মার্চ। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ শুরু হলে তিনি সারদার অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয় প্রতিরােধ যােদ্ধাদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেন। ১২ এপ্রিল ১৯৭১ সালে রাতে তিনি ভারতের বহরমপুর শরণার্থী শিবিরে পৌঁছে। মুক্তিযুদ্ধে অংশ নেন। বৃহত্তর সিলেট জেলার বিভিন্ন স্থানে চাকরির সুবাদে সেখানকার ভাষা আত্মস্থ করেন। যার ফসল এ গ্রন্থটি। এছাড়াও তিনি ঢাকা জেলার বিভিন্ন স্থানে এবং ডিএমপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে বর্তমানে অবসর। জীবনযাপন করছেন। এশিয়াটিক সােসাইটি, বাংলা একাডেমি, বাংলাদেশ ইতিহাস পরিষদ ইত্যাদির তিনি আজীবন সদস্য। তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে দীর্ঘদিন গােপালগঞ্জ ও কুমিল্লায় চাকরি করে বর্তমানে অবসর জীবনযাপন করছেন।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান