আফরােজা খানম তন্দ্রা। জন্ম টাংগাইল জেলার পােষনা গ্রামে। শৈশব, কৈশাের কেটেছে টাংগাইল শহরের আকুরটাকুর পাড়ায়। তিন ভাইবােনের মধ্যে সবার ছােট এবং একমাত্র মেয়ে। এসএসসি বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এইচএসসি কুমুদিনী সরকারি মহিলা কলেজ। অনার্স, মাস্টার্স ‘চাইল্ড ডেভলপমেন্ট এন্ড ফ্যামিলি রিলেশনশিপ’ বিভাগ, হােম ইকোনমিক্স কলেজ থেকে। মূলতঃ এই সাবজেক্টে পড়াশােনা করার দরুণ মানুষের মস্তিষ্কের চেতন, অচেতন এবং অবচেতন এই তিনটা ধাপ সম্পর্কে জানার ও শেখার সুযােগ। হয়। পরবর্তীতে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে ফ্যামিলি কাউন্সিলিং-এর উপর কাজ করার সময় মানুষের অবচেতন মনের হাজারাে লুকায়িত বিষয়গুলাে সম্পর্কে আগ্রহ জন্মে। লেখাপড়া এবং কাজ, এই দু’য়ে মিলেই ‘অবচেতন’ গল্পগুলাে সূত্রপাত। আরাে আগ্রহ রয়েছে রিডিং, ট্রাভেলিং, ফটোগ্রাফি এবং ভিন্নধর্মী রেসিপি শেয়ারিং-এ।। ২০১৯ এবং ২০২০ এ প্রকাশিত কয়েকটি গল্পসমগ্রে তার বেশ কয়েকটা ছােটগল্প প্রকাশিত এবং প্রশংসিত হয়েছে।

লেখক সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানান