আব্দুল্লাহ শুভ্র। পুরো নাম আব্দুল্লাহ আল ইয়াছিন শুভ্র। ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর। তাঁর লেখা কবিতা ‘রাজ মঞ্জুরীর অর্চনা’ প্রথম ২০০৮ সালের ১২ই সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোয় প্রকাশিত হয়। দৈনিক যুগান্তরসহ অন্যান্য বেশ কয়েকটি জাতীয় দৈনিকে তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে থাকে।
আব্দুল্লাহ শুভ্রর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “ফাগুন রঙা শব্দ”। এই কাব্যগ্রন্থের ‘ষোল কোটি বাঙালির অনুবাদ’ কবিতাটি তাঁর প্রিয় ও পাঠকনন্দিত একটি কবিতা। দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কালো জোছনায় লাল ‘তারা’। গ্রন্থটি ২০১৯ সালে বাংলা একাডেমি বইমেলায় প্রকাশিত হয় অন্বেষা প্রকাশনী থেকে। দুটি কাব্যগ্রন্থই পাঠপ্রিয়তা পায়। এরপর ‘চলে এসো এক কাপড়ে’ অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হয়। কাব্যের পাশাপাশি আব্দুল্লাহ শুভ্রর ঔপন্যাসিক সত্তারও প্রকাশ ঘটেছে। তার প্রথম উপন্যাস ‘শেষ ট্রেন’। পরবর্তী সময়ে প্রকাশিত “নীল ফড়িং” ও “মাখনের দেয়াশলাই” পাঠক মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে।
তার ভেতরে বসবাস এক দেশপ্রেমী আর রোমাঞ্চপ্রিয় ভালোবাসার সত্তা। সঙ্গে দার্শনিক মনন। তার কবিতা তাই হয়ে ওঠে সাজুয্য উপমায় সাবলীল স্রোতধারা।