বইয়ের ফ্ল্যাপের লেখা
‘দেশান্তর’ ১৯৪৭ সালের দেশ ভাগের প্রেক্ষাপটে রচিত এক অসাধারণ উপন্যাস। তখন দলে দলে হিন্দু পরিবার ভারতে চলে যাচ্ছিল। ময়মনসিংহ অঞ্চলও এর ব্যতিক্রম ছিল না। সেখানকার এক নারী এই দেশভাগের ফলে দেশান্তরিত হওয়ার বিষয়টি মেনে নিতে পারে না। সে স্বামী সংসার সব ছাড়তে রাজি কিন্তু দেশ ছাড়তে অস্বীকৃতি জানায়। গ্রাম বাংলার পটভূমিতে রচিত এ উপন্যাসে তকালীন সময়ের ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা চমৎকার রূপে উপজিব্য হয়েছে। মূলত দেশান্তর’ সেই সময়ের এক ইতিহাস।