“আমার নাট্য ভাবনা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মমতাজউদদীন আহমদের ‘আমার নাট্যভাবনা পুরােপুরি গবেষণা গ্রন্থ নয়। তবে অতি জরুরি এবং প্রয়ােজনীয় একটি বই। বাংলাদেশের নাট্য ও থিয়েটার চর্চার বিস্তৃত ইতিবৃত্ত এ গ্রন্থের মূল্যবান সম্পদ। তাছাড়া নাট্যকার নির্দেশক এবং অভিনয় কর্মী মমতাজউদদীন আহমদ নানাভাবে এ গ্রন্থে উপস্থিত আছেন। তাঁর বিষয়ে বিস্তর আলােচনাও আছে। শুধু তিনি নন, তাঁর সময়, সমাজ, রাজনীতি-এমন অনেক কথা নিয়ে এ গ্রন্থ। বাংলাদেশের পঞ্চাশ বছরের নাট্যইতিহাস ও নাট্যকর্মের অসামান্য বিশ্বস্ত গ্রন্থ নাট্যভাবনা। এ গ্রন্থ এখনাে কাজে লাগবে। ভবিষ্যতে তাে লাগবেই।