মাধুরীর সঙ্গে আমার দেখা হয়েছিল কাশ্মীরে।—প্রায় সাত-আট বছর আগে, ঠিক তারিখটা হিসেব করলে বলতে হয়, সাত বছর ন’মাস তিন দিন আগে। তারিখটা হিসেব করা খুবই সহজ, কারণ সেদিনটা ছিল পনেরােই আগস্ট! সেই বছরটার কথা আমার কাছে নানা কারণে স্মরণীয়। | সেবার আমার টাইফয়েড হয়েছিল, চারবন্ধু মিলে কাশ্মীর যাওয়া সব ঠিক-ঠাক, দিন পনেরাে আগে আমার টাইফয়েড, আমার যাওয়াই বন্ধ হবার উপক্রম। দাদা বৌদির ঘাের আপত্তি, বন্ধুরাও দোমনা হয়েছিল, কিন্তু আমি জিদ ধরেছিলুম, আমি যাবােই, টাইফয়েড আবার একটা রােগ নাকি?