পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য স্বীকৃতি আজ পর্যন্ত নোবেল পুরস্কার। সেই অতিমানবগণ, যারা নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের প্রতিক্রিয়া কী ছিল, কেমন ছিল! পার্ল এস. বাক্, বাট্রান্ড রাসেল, পাবলো নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, নাগিব মাহফুজ, ভি.এস নাইপল, ওরহান পামুক্ প্রমুখ তাদের নোবেল প্রাপ্তির ভাষণে কী বলেছিলেন যা স্বর্ণ থেকে দামী! বইটির চমৎকার ভূমিকা লিখেছেন হায়াৎ মামুদ।