সে এক রহস্যময় কিশোর। মুক্তিযোদ্ধাদের সাহায্য করে, পাক হানাদারদের ঝামেলায় ফেলে দেয়। হাঠাৎ আসে, হঠাৎ চলে যায়। তার ঠিকানা কেউ জানে না। কেবল জানে কোনো মুক্তিযোদ্ধা বিপদে পড়লেই সে এসে হাজির হয়। এই আসছি বলে চলে গেলেন বাবা। বাবার অপেক্ষায় থাকে রেজা। মুক্তিযুদ্ধ শেষ হয়, দেশ স্বাধীন হয়, তারপর অনেক বছর চলে যায়। বাবা ফেরেন না। মুক্তিযুদ্ধের সময়কার সেই ছোট্ট রেজা, এখন অনেক বড়ো রেজা। আজও বাবার অপেক্ষায় থাকে। মিছিল করছে বর্ণমালা, মানুষের সাথে সাথে। তারপর? এমনি ১২ টি গল্প নিয়ে আঙ্কেল গ্রেনেড ও তার দল। সবগল্প ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে। এসব গল্পে আমাদের প্রকৃতি ও চারপাশের চেনাপরিচিত পরিবেশের কথাও আছে। আর এজন্যই গল্পগুলো হয়ে উঠেছে আরো জীবরন্ত