“বাংলাদেশের ইতিহাস প্রাচীনকাল থেকে ১৯৭১” বইটির সম্পর্কে কিছু কথা:
প্রাচীন বাংলার ইতিহাস কুহেলিকাচ্ছন্ন। প্রাচীন বাংলার সরাসরি ইতিহাস রচনার উপাদান বলতে শাসকদের নিজের কিংবা সমসাময়িক কালের ইতিহাসকারের লেখা ইতিহাস বা শাসকদের নিজেদের লেখা আত্মকথা বলতে তেমন কিছু পাওয়া যায়নি। সঙ্গতভাবে প্রাচীন বাংলার ইতিহাসকারদের ইতিহাস রচনায় নির্ভর করতে হয়েছে বিভিন্ন জায়গায় ও সময়ের বিভিন্ন প্রকার লেখাতে, মঠ, বিহার, স্থূপ, শিল্পকলা, চিত্রকলা, ভাস্কর্য মুদ্রা, ভ্রমণ-কথা ইত্যাদির ওপর। ফলে তাদের পরস্পর বিরােধী বক্তব্য যুক্তিযুক্ত বিশ্লেষণ করে সমন্বয় সাধন করে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করে প্রাচীন বাংলার ইতিহাস-কথা রচনা করতে হয়। তাই এ রচনা শতকরা একশত ভাগ সঠিক বলা যায় না।