ফ্ল্যাপে লিখা কথা
পাশা আমাকে পাত্তা দেয়নি। আমার দিকে ফিরেও তাকায়নি। সে ছুটেছে টাকার পিছনে । অনেক পরে জেনেছি সে আসলে ডুবে আছে কুসুমের প্রেমে । বিয়ে আমাকে করেছে ঠিকই, সংসার আমার সঙ্গে করেছে ঠিকেই, প্রচুর টাকা আছে বলে কোথাও আমার কোনও অভাব রাখেনি, খুবই পশ জীবনযাপন করি আমি। কিন্তু প্রেম ভালবাসা বলে কিছুই পাশা আমাকে দেয়নি। আমি চেষ্টা করেছি। প্রেম পাওয়ার অনেক চেষ্টা করেছি। প্রেম বুঝিয়েছি আমি টাকা চাই না,আমি কেবল তোমাকে চাই। তোমার একটু খানি ভালবাসা চাই। পাশা আমার দিকে মুখ ফিরিয়ে তাকায়নি। আমার কোনও কথাও সে শোনেনি।
চুমকি একটু থামল। তারপর বলল, রূপাই হওয়ার বছরখানেক পর কুসুমের কথা জেনেছি আমি। জেনে ভেতরে ভেতরে পাগল হয়ে গিয়েছিলাম। কিছুদিন ওর সঙ্গে অনেক অশান্তিও করেছি। তারপর হঠাৎিই ফোনে তোমার সঙ্গে আলাপ হলো। ক্রসকানেকশনে যে এমন করে কাউকে পাওয়া যায় এ আমি কখনও স্বপ্নেও ভাবিনি। তোমার সঙ্গে কথা বলতে বলতে, তোমাকে দেখে, তোমাকে ভালোবেসে ওর কথা আস্তে ধীরে মন থেকে মুছে ফেললাম আমি। ও ওর মতো জীবন যাপন করে আমি আমার মতো।
চুমকি আবার থামল। তারপর বলল, তোমাকে আমি ভালবাসি এ আমার জীবনের মতো সত্য। এক অর্থে ওর ওপর জেদ করেই তোমাকে আমার কোনও জেদ নেই। বরং মনে হয় এ এক রকম ভালই হয়েছে। ওর অবহেলা এবং ওর মনজুড়ে আরেকজন না থাকলে আমার প্রেম তো ওর সঙ্গেই হতো। তোমাকে তাহলে আমি কোথায় পেতাম?