সায়েন্সটুন মূলত একটি রম্যগ্রন্থ। একটু বিজ্ঞানমনস্ক রম্য বলা যেতে পারে। বিজ্ঞান ও বিজ্ঞানীদের নিয়ে নির্দোষ রম্য। তবে সবই সত্য ঘটনা। বিজ্ঞানীদের জীবনেও যে মজার মজার ঘটনা ঘটে বা ঘটতে পারে তার প্রমাণ এই বই। এ বই একদিকে যেমন পাঠকদেরকে জ্ঞানী করে তুলবে একই সঙ্গে হাসির খোরাকও যোগাবে। অন্তত আহসান হাবীব তাই মনে করেন। এই লেখাগুলো সবই বিভিন্ন পত্রিকায় (সায়েন্সওয়ার্ল্ড, বিজ্ঞানচিন্তা, বিজ্ঞান সাময়িকী) ছাপা হয়েছিল। কিঞ্চিৎ বিজ্ঞানমনস্ক রম্য লেখা আরকি! মানে হালকা পাতলা বিজ্ঞানের ছোঁয়া আছে বলা যায়, বিজ্ঞানের ভাষায় যাকে বলে ফ্রিকশন!
বিজ্ঞানীদের মজার ও উদ্ভট কাণ্ডকারখানা নিয়ে এই বই। তবে সবই সত্য ঘটনা। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন এত কাহিনী আপনি কোথায় পান? নাকি নিজেই বানিয়ে বানিয়ে লেখেন? না পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীদের নিয়ে কাহিনী বানাব এত বড় স্পর্ধা আমার নেই। ছোট বেলা থেকে আমার একটা অভ্যাস ছিল, মানে হবিই বলা যায়- বিখ্যাত লোকদের সম্পর্কে কোনো খবর পেলেই লিখে ফেলতাম। অনেকটা ডাইরি লেখার মতোই। তবে নিজের কথা না, পৃথিবী বিখ্যাতদের কথা। সেই ডাইরি এখন কাজে লাগছে বলা যায়।
এই বই পাঠকদের ভালো লাগতেই হবে।
আহসান হাবীব
উন্মাদ কার্যালয়
মীরপুর, ঢাকা।