অর্থহীন প্রথাগত বিশ্বাস তথা কুসংস্কারের আবর্জনাগুলো মানুষের মনোজগতে শেকড় গেঁড়ে দাঁড়িয়ে আছে। এগুলোকে নাড়িয়ে ও সরিয়ে দিয়ে প্রগতিমূখী সমাজ বিনির্মাণের অভিপ্রায়ে প্রথমত এগুলোর চেহারা-চরিত্র জানা দরকার। এই প্রয়োজনটা বিবেচনায় নিয়ে দীর্ঘদিন যাবৎ এগুলো সংগ্রহের চেষ্টা করেছেন বর্তমান বইয়ের লেখক। পর্যবেক্ষণে দেখা গেছে, এলাকা ও পরিস্থিতিভেদে উপাদানেরও রয়েছে রকমফের। লেখক যথাসম্ভব দেশের সকল এলাকার বিষয়ভিত্তিক অচরিত কুসংস্কারগুলো তুলে আনতে সচেষ্ট হয়েছেন। যুগপরম্পরায় চলে আসা কুসংস্কারের পাশাপাশি আধুনিক খোলসের কুসংস্কারের উপাদানগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে সমাজ প্রগতির দিকে ধাবিত হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। বিজ্ঞানমনস্ক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এ বইটিতে কয়েকটি বিষয়ের শিরোনামে বিভাজিত উপাদানগুলোকে তুলে ধরা হয়েছে