“নারীর চোখে বিশ্ব” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
নারী মুক্তি আন্দোলনের যে বৈশ্বিক চরিত্র রয়েছে, বিশ্বের দেশে দেশে এই আন্দোলনে নানা বিভিন্নতা সত্ত্বেও রয়েছে যে অন্তর্গত ঐক্য তার চমকপ্রদ প্রকাশ ঘটেছে বেইজিঙে। অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে।। জাতিসংঘের উদ্যোগে আয়ােজিত এই সম্মেলনের প্রাক্কালে চীনের আরেক শহরে অনুষ্ঠিত হয়েছিল। স্বেচ্ছাসেবী নারী সংগঠনসমূহের বিশ্ব কংগ্রেস। এই দুই আন্তর্জাতিক মহাসম্মেলন ঘনিষ্ঠভাবে অবলােকন করেছেন মালেকা বেগম, বাংলাদেশের নারী আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব। একটি দৈনিকের প্রতিনিধি হিসেবে সাংবাদিকসুলভ অনুসন্ধিৎসা নিয়ে তিনি যেমন দেখতে চেয়েছেন সম্মেলনের সমগ্রতা, ” সেই সঙ্গে নারী আন্দোলনের দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ বােধ নিয়ে বিচার করেছেন এর সারসত্য। ‘নারীর চোখে বিশ্ব দেখুন, এই স্লোগানের অর্থময়তা মূর্ত করে তােলা বিশ্ব সম্মেলনের প্রতিবেদনমূলক এই গ্রন্থ একাধারে যেমন সুখপাঠ্য, তেমনি ভাবনা-সঞ্চারী।