“সাইমুম সিরিজ – ২১ : কঙ্গোর কালো বুকে” বইয়ের ভূমিকার অংশ থেকে নেয়া:
ভীষণ ক্ষেপে উঠেছে ব্ল্যাক ক্রস তাদের নেতার মৃত্যুতে এবং আফ্রিকায় তাদের ষড়যন্ত্রের বিপর্যয়ে। জ্বলে উঠেছে তাদের হিংসার লেলিহান শিখা। ছড়িয়ে পড়ল সে আগুন নানা দিকে। তারই একটা ফুলিংগ আঘাত হানল আফ্রিকার আরও গভীরে। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের এক আন্তর্জাতিক সেমিনার থেকে তারা কিডন্যাপ করল বিশ্ব বরেণ্য কয়েকজন মুসলিম নেতাকে একটা বিস্ফোরণের কভারেসবাই জানে তারা মত । কিন্তু তারা পণবন্দী হলাে কঙ্গোর কালাে বুকে। একটাই দাবী, আহমদ মুসা আত্মসমর্পণ করলে তাদের মুক্তি। আহমদ মুসা ছুটল কঙ্গোর উদ্দেশ্যে….. আত্মসমর্পণ না উদ্ধার? দু’টিই অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করতে পারবেকি আহমদ মুসা? এই প্রশ্নের জবাবে অন্ধকার আফ্রিকার এক মর্মস্পর্শী কাহিনী নিয়ে হাজির হলাে। কঙ্গোর কালাে বুকে।