হাওয়াবদল ও অন্যান্য রচনা

৳ 250.00

লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর
প্রকাশক আনন্দ পাবলিশার্স (ভারত)
আইএসবিএন
(ISBN)
8170667151
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৮৫
সংস্কার 5th Printed, 2014
দেশ ভারত

“হাওয়াবদল ও অন্যান্য রচনা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সেবার তিনি যাচ্ছিলেন কার্সিয়াং। সেই তার শেষবারের মতাে পাহাড়ি অঞ্চলে হাওয়া বদলাতে যাওয়া। সঙ্গে ছিল সরু, লম্বাটে একটি খাতা। ট্রেনে উঠেই খুলে বসলেন সেই খাতাখানা, চারপাশের দৃশ্যাবলী আর অনুভব-অভিজ্ঞতাকে টুকরাে ছবির মতাে ধরে রাখতে শুরু করলেন জাদুময় শব্দের আঁচড়ে। এভাবেই রচিত ‘হাওয়াবদল’ দিনলিপির ধরনে অনন্য শব্দচিত্রাবলী। পরবর্তীকালে এই শব্দচিত্রই বহু সত্যি ছবির উপকরণ হয়ে দেখা দিয়েছে। তেমনই নতুন স্বাদের রচনা ‘পাহাড়িয়া’– গদ্যছন্দের কবিতার ঐতিহাসিক প্রয়াস। পুনশ্চ’ কাব্যগ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ নিজেই উল্লেখ করেছেন সেই তথ্য। হাওয়াবদল, পাহাড়িয়া এবং অন্যান্য কিছু টুকরাে রচনা নিয়ে প্রকাশিত হল অবনীন্দ্রনাথের নতুন এই গ্রন্থ। ছবি লিখতেন যে অবন ঠাকুর, তার হাওয়াবদল ও অন্যান্য রচনা বাংলা সাহিত্যেও আনবে নতুন হাওয়ার স্বাস্থ্যকর দীপ্তি।

Abanindranath Tagore ৭ আগস্ট, ১৮৭১ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক এবং লেখক।তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ও গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। সে দিক থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতৃব্য ছিলেন। পিতামহ ও পিতা ছিলেন একাডেমিক নিয়মের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের শিল্পী। এ সুবাদে শৈশবেই চিত্রকলার আবহে বেড়ে ওঠেন তিনি। ১৮৮১ থেকে ৮৯ পর্যন্ত সংস্কৃত কলেজে অধ্যয়ন করেন। ৮৯ সালেই সুহাসিনী দেবীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। ১৮৯০ এ গড়া রবীন্দ্রনাথের খামখেয়ালি সভার সদস্য হয়ে তিনি কবিতা পড়েছেন, নাটক করেছেন। ১৮৯৬ সালে কোলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ নিযুক্ত হন। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম এই মর্যাদা লাভ করেন। ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি ভারত ভ্রমণে এলে আর্ট গ্যলারি পরিদর্শনের সময় তাদেরকে ওরিয়েন্টাল আর্ট সম্পর্কে বোঝাবার দ্বায়িত্ব পান। ১৯১৩ সালে লন্ডনে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়, এবং তিনি ইংরেজ সরকারের কাছ থেকে সি আই ই উপাধী লাভ করেন। কোলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডি-লিট প্রদান করে ১৯২১ সালে। ১৯৪২ সালে শিল্পীপত্নীর মৃত্যু হয়। ১৯৪১ থেকে ৪৫ পর্যন্ত শান্তিনিকেতনে বিশ্বভারতীর আচার্য রূপে দ্বায়িত্ব পালন করেন। অবনীন্দ্রনাথের চিত্রকলার পাঠ শুরু হয় তৎকালীন আর্ট স্কুলের শিক্ষক ইতালীয় শিল্পী গিলার্ডির কাছে। তার কাছে অবন শিখেন ড্রয়িং, প্যাস্টেল ও জলরং। পরবর্তীতে ইংরেজ শিল্পী সি এল পামারের কাছে লাইফ স্টাডি, তেলরং ইত্যাদি শিক্ষা অর্জন করেন। ভারতীয় রীতিতে তার আঁকা প্রথম চিত্রাবলি ‘কৃষ্ণলীলা-সংক্রান্ত’। এই রীতি অনুসারী চিত্রশিল্পের তিনি নব জন্মদাতা। প্রকাশিত গ্রন্থসংখ্যা আনুমানিক ছাব্বিশ। গল্প কবিতা চিঠিপত্র শিল্প আলোচনা যাত্রাপালা পুথি স্মৃতিকথা সব মিলিয়ে প্রকাশিত রচনা সংখ্যা প্রায় তিনশ সত্তরটি। পিত্রব্য রবীন্দ্রনাথ ঠাকুর অণুপ্রেরণায় লেখালেখির সূত্রপাত। কবিগুরু ‘বাল্য গ্রন্থাবলী’র কর্মসুচী শুরুর প্রাক্কালে বলেছিলেন, ছোটদের পড়বার মত বই বাংলাভাষায় বিশেষ নেই। এ অভাব আমাদের ঘোচাতে হবে। তুমি লেখ।তিনি ১৯৫১ সালে ৫ই ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ