“পারিবারিক আদালত” বইটির সম্পর্কে কিছু কথা:
রাষ্ট্রপতির এক অধ্যাদেশ বলে ১৯৮৫ সালে পারিবারিক আদালত প্রতিষ্ঠিত হয়। পারিবারিক বিষয়গুলাে যেমন- দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, বিবাহবিচ্ছেদ, দেনমােহর, ভরণপােষণ, অভিভাবকত্ব- এই পাঁচটি বিষয়ে এই আদালত মামলা পরিচালনা করে। নারী সমাজের পারিবারিক বিষয়াদি দ্রুত নিষ্পত্তির জন্য একটি স্থানীয় ও পৃথক বিচারব্যবস্থার প্রয়ােজন থেকেই এই আদালত প্রতিষ্ঠিত হয়। পারিবারিক মামলা বলতে পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ (১৮ নং অধ্যাদেশ) অনুযায়ী দাখিলযােগ্য মামলাগুলাে বােঝানাে হচ্ছে। কার্যত অল্প সময়ে, অল্প খরচে এবং সংশ্লিষ্ট পদ্ধতিতে পারিবারিক বিষয়াদি নিস্পত্তির জন্য একটি স্থায়ী ও পৃথক বিচারব্যবস্থা প্রবর্তন করাই এ অধ্যাদেশের মূল উদ্দেশ্য।