“যাকাত সাওম ইতেকাফ”বইটির ভূমিকা :
বিসমিল্লাহির রাহমানির রাহীম যাকাত সাওম ই’তিকাফ’ শীর্ষক পুস্তকাটির প্রথম সংস্করণ প্রকাশ হয় ১৯৮৭ সালে। বছর পাঁচেক পূর্বেই বইটি ফুরিয়ে গেছে। এখন প্রকাশ হচ্ছে দ্বিতীয় সংস্করণ। এ সংস্করণ প্রকাশ হচ্ছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বর্ধিত কলেবরে। আশা করি, এখন পুস্তিকাটি পাঠকগণের অধিক উপকারে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা এ পুস্তিকাটি দ্বারা আমাকে এবং পাঠকবর্গকে উপকৃত করুন, আমীন।