“ইতিহাস ও ঐতিহাসিক” বইয়ের সংক্ষিপ্ত লেখা:
‘ইতিহাস ও ঐতিহাসিক’ শিরোনামের এই গ্রন্থটি বিষয়বস্তুর দিক থেকে দুই ভাগে বিভক্ত। ‘ইতিহাস’ অংশটি মূলত ইতিহাসতত্ত্ব বিষয়ক আলোচনা। আর দ্বিতীয় অংশটি কয়েকজন নির্বাচিত ঐতিহাসিক ও তাঁদের রচনার মূল্যায়ন। তাত্ত্বিক ধারার গ্রন্থ অনেক পাঠকের কাছে কিছুটা জটিল মনে হতে পারে। এ কারণে একটি তথ্যসমৃদ্ধ সুখপাঠ্য গ্রন্থের অভাব বোধ করছিলেন শিক্ষার্থী ও শিক্ষকগণ। এই অভাব পূরণের একটি বিনীত চেষ্টা রয়েছে বর্তমান গ্রন্থটিতে। নয়টি অধ্যায়ে বিন্যস্ত এই গ্রন্থের প্রথম আট অধ্যায়ে ইতিহাসতত্ত্বের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তথ্যসমৃদ্ধ এই অধ্যায়গুলো সাবলীল ভাষাশৈলীর কারণে সুখপাঠ্য হয়ে উঠেছে।